আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় দশ কোটি টাকা দামের সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে স্বর্ণের চালানটি উদ্ধার করে। বিজি ১২৮ ফ্লাইটে অভিযান চালিয়ে সিটের পাশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটটি গতকাল সকাল ১০টা ২৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম। এগুলোর দাম ১০ কোটি টাকার বেশি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা জানান, বিমানের আসনের পাশের ‘এসি প্যানেলের’ ভেতর সুকৌশলে লুকানো স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ২৬-এ নম্বর সিটের পাশ থেকে ৯০ পিস এবং ১৮-এফ সিটের পাশ থেকে ৬০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।