আবু হামিদ আল-গাজ্জালি

অর্ক রায় সেতু | বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

জন্ম ১০৫৮ সালে ইরানের খোরাসানের তুশ নগরীতে। সময়ের সাথে তিনি মুসলিম বিশ্বের দর্শনের জনক হিসেবে খ্যাতি লাভ করেন। জ্ঞান বিকাশের জন্য তিনি রচনা করেছেন চরশোটির ও অধিক বই। নিজের রচিত তাহাফাতুল ফালাসিফা গ্রন্থে তিনি প্রমাণ করেছিলেন দার্শনিকদের চিন্তার শূন্যতার কথা। এছাড়াও তিনি ছিলেন মুসলিম গণের মাঝে বিশ্বের অন্যতম শিক্ষাবিদ। জ্ঞান কুড়ানোর জন্য তিনি ভ্রমণ করেছেন দেশ থেকে দেশান্তরে। ধর্মতত্ত্বের বিষয়ে মুসলিম মনীষীদের মধ্য অন্যতম ছিলেন আবু হামিদ আল-গজ্জালি। তিনি তার অধিকাংশ গ্রন্থে আলোচনা করেছেন সুফিবাদ দর্শন ও ধর্মতত্ত্ব নিয়ে। শুধু তাই নয় উজ্জ্বল জীবনদর্শনে তিনি বাংলাদেশ সহ বিশ্বের মানুষের কাছে আল গাজ্জালি হিসেবে পরিচিত হয়ে উঠেন। ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন আবু হামিদ আল-গজ্জালি। ইমাম আল- গজ্জালি ১১১১ সনের ডিসেম্বর মাসে নিজ জন্মভূমি তুস নগরীতে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাকে সমাধিস্থ করা হয় ইরানের অমর কবি ফেরদৌসীর সমাধির পাশে।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টি পড়ে, বৃষ্টি ঝরে
পরবর্তী নিবন্ধঅটোরিকশা শ্রমিকলীগের আলোচনা সভা