ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা আবু জাফর মুহাম্মদ মঈনুদ্দিন গত ২০ জানুয়ারি চাঁদপুর সদরস্থ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। ঐদিন নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন ও মহাসচিব মাওলানা স উ ম আবদুস সামাদ, ইসলামী যুবসেনার সভাপতি মোহাম্মদ আখতার হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এমরানুল ইসলাম শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।