আবাহনী-মোহনবাগান ম্যাচের দিকে তাকিয়ে দুই বাংলা

| রবিবার , ১৭ এপ্রিল, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ নিয়ে তেমন উত্তেজনা নেই। তবে উত্তেজনা আছে ঢাকা ও কলকাতার দুই বাংলার দুই জনপ্রিয় ক্লাব আবাহনী ও মোহনবাগানের ম্যাচের দিকে। ১৯ এপ্রিল মঙ্গলবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে আকাশী-নীল ও সবুজ-মেরুনরা। গ্রুপ পর্বে ভারতের দুই দলকে দেখা যাবে নাকি বাংলাদেশের দুই দল থাকবে তার সিদ্ধান্ত দেবে ১৯ এপ্রিলের এই ম্যাচ। গ্রুপ পর্বে আগে থেকেই আছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। মোহনবাগান ও আবাহনীর একটি যোগ দেবে ঐ গ্রুপে। আপাতত আবাহনী ও মোহনবাগানের লড়াইয়েই দৃষ্টি সবার। এই দুই দলই প্লে-অফের লড়াই জিতে উঠতে হবে গ্রুপ পর্বে। দুই দলই প্রথম হার্ডলস পার হয়ে এখন মূলপর্বে যাওয়ার পরীক্ষায়। ভাগ্য কার দিকে ঝুলে পড়ে সেটাই দেখায়। মোহনবাগান প্লে-অফের প্রথম পর্বে শ্রীলংকার দল ব্লু স্টারকে উড়িয়ে দিয়েছে আগের ম্যাচে, আবাহনী ওয়াকওভার পেয়েছে মালদ্বীপের ভ্যালেন্সিয়ার বিপক্ষে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় ক্লাব মোহনবাগানের বিপক্ষে খেলতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল আবাহনী এরই মধ্যে কলকাতায় পৌঁছেছে।

পূর্ববর্তী নিবন্ধশেষ ওভারে খেই হারিয়ে ফেললেন মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধকন্যাশিশুদের শিক্ষায় নিজের বেতন খরচ করবেন হরভজন