চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অংশ গ্রহনের লক্ষ্যে অনুশীলন শুরু করেছে চট্টগ্রাম আবাহনী লিঃ জুনিয়র। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে দলের অনুশীলন উদ্বোধন করেন ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হাসান জ্যাকি।
এসময় ক্লাবের স্টেডিয়ামে প্রতিনিধি তাহের উল আলম চৌধুরী স্বপন, দলের কোচ সাইদুল ইসলাম বুলবুল সহ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং আনুষ্টানিকভাবে অনুশীলন উদ্বোধন করেন।
প্রধান অতিথি আশা প্রকাশ করেন এবারের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে ভাল ফল করে প্রথম বিভাগ লিগে উত্তীর্ন হবে আবাহনী লিঃ জুনিয়র। তিনি খেলোয়াড়দের আন্তরিকতা এবং নিষ্টার সাথে খেলা উপহার দেওয়ার অনুরোধ জানান। যাতে ক্লাবের ঐতিহ্য বজায় রাখা যায়।