আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য, ম্যানেজার আটক

রাঙামাটি রিজার্ভবাজার

রাঙামাটি প্রতিনিধি  | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৫:৩৯ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা শহরের রিজার্ভবাজার এলাকার হোটেল গোল্ডেন হিল থেকে মুন্নি আক্তার (৩২) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। জানা গেছে, মৃত নারী মুন্নি আক্তার চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা। তার স্বজনেরা নামপরিচয় শনাক্ত করেছে। এদিকে, নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার কুতুবউদ্দিনকে (৪৮) আটক করা হয়েছে।

হোটেল ও পুলিশ সূত্রে জানা গেছে, মুন্নি আক্তার নামের ওই নারী নিজেকে ঢাকার বাসিন্দা মুন্না সরকার পরিচয় দিয়ে গত ২৬ জুলাই ওই হোটেলে ওঠেন। রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হোটেলের ৫ নম্বর রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান হোটেলের লোকজন। পরে রুমের দরজা ভেঙে গলায় গামছা পেঁচানো ওই নারীকে সিলিংফ্যান থেকে নামান। এরপর রাত দেড়টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকেবিন প্রেসারে ত্রুটি, এক ঘণ্টা পর ফিরল বিমানের দাম্মাম ফ্লাইট
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে বসতঘরের ওপর দেয়াল ধস, মা-ছেলে আহত