চট্টগ্রামে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ১৬ তম আবাসন মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)।
নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু-তে এদিন মেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি হিসেবে ফেয়ার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন। এই মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রিহ্যাব চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন।
তিনি জানান, ১৩-১৬ ফেব্রুয়ারি রেডিসন ব্লু হোটেলের মোহনা হলে এ ফেয়ার অনুষ্ঠিত হবে। এবারের ফেয়ারে ৪২টি স্টল থাকছে। এর মধ্যে রিয়েল এস্টেট কোম্পানি, বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।
লিখিত বক্তব্যে দেলোয়ার হোসেন জানান, ২০০১ সালে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এরপর ২০০৪ সাল থেকে বিদেশেও এ ফেয়ার আয়োজন করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, ইতালি, কানাডা, সিডনি ও কাতারসহ বিভিন্ন দেশে সফলভাবে এ আয়োজন সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, দেশে এবং বিদেশে গৃহায়ন শিল্পের বাজার সৃষ্টি ও প্রসারে রিহ্যাব কাজ করে যাচ্ছে। প্রবাসী ক্রেতারা তাদের পছন্দের আবাসন খুঁজে পাচ্ছেন, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। পাশাপাশি দেশের অর্থনীতি এবং লিংকেজ শিল্প বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫-এ গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড এবং উইকন প্রপার্টিজ লিমিটেড। এছাড়া ১৪টি কো-স্পন্সর প্রতিষ্ঠানসহ ১৬টি রিয়েল এস্টেট কোম্পানি অংশ নিচ্ছে।
কো-স্পন্সর প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ১. এরিয়েল প্রপার্টিজ লিমিটেড ২. সি এ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড ৩. এপিক প্রপার্টিজ লিমিটেড ৪. স্যানমার প্রপার্টিজ লিমিটেড ৫. কনকর্ড রিয়েল এস্টেট লিমিটেড ৬. র্যানকন এফসি প্রপার্টিজ লিমিটেড ৭. আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড, ৮. ফিনলে প্রপার্টিজ লিমিটেড ৯. মুনতাসির লিভিং লিমিটেড ১০. জুমাইরাহ হোল্ডিং লিমিটেড ১১. ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড ১২. শাইন ম্যাট্রিক্স বিল্ডার্স লিমিটেড (এসএমবিএল) ১৩. সিটি হোম প্রপার্টিজ লিমিটেড ১৪. সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা উদ্বোধনীর পর বেলা ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।
মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকেট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে দর্শীনার্থী মেলার সময় দর্শনার্থীরা ৪ বার প্রবেশ করতে পারবেন। আগত দর্শকদের জন্য লটারির মাধ্যমে প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার।