আবারো স্থগিত হয়ে গেল ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

করোনার কারনে আরো একবার স্থগিত হয়ে গেল চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির নির্বাচন। করোনার কারনে সরকারী নির্দেশনা মতে গতকাল জরুরি সভা ডেকে নির্বাচন স্থগিত ঘোষনা করে নির্বাচন কমিশন। আগামী ৩ এপ্রিল এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরই মধ্যে নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। তারা প্রচার প্রচারনাও শুরু করেছিল। বলতে গেলে একেবারে অন্তিম মুহুর্তে এসে নির্বাচন স্থগিত করতে হলো নির্বাচন কমিশনকে। অধ্যাপক নিছার উদ্দিন আহমেদ মঞ্জু এবং হাসান মুরাদের নেতৃত্বাধীন প্যানেল এবং জাতীয় ফুটবল দলের দুই সাবেক অধিনায়ক মো. নাছির এবং মামুনুল ইসলামের নেতৃত্বাধীন প্যানেল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের ফুটবলারদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। কিন্তু করোনার কাছে অণ্য অনেক কিছুর মত হার মানতে হলো এই নির্বাচনকে। নির্বাচনে ভোটার সংখ্য ২২৩৯ জন। নিবাচনের দিন এই ভোটারের সাথে আরো বিপুল সংখ্যক ফুটবলার কিংবা উৎসাহী দর্শকের সমাগম ঘটতে পারে। যা করোনা প্রতিরোধে সরকারের ঘোষিত নীতির বিপক্ষে যাচ্ছে। আর সে শংকা থেকে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ২০১৯ সালের ১৫ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সমিতির সাধারন সভায় কিছু বিষয় নিয়ে আপত্তি উঠায় সে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। পরে বিষয়গুলো নিস্পত্তি করে আবার যখন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিল নির্বাচন কমিশন তখন চলে আসে করোনা। ফলে আর নির্বাচন করা সম্ভব হয়নি। ক্রমাগত করোনার বৃদ্ধির কারনে এবারও সম্ভব হলো না এই নির্বাচন অনুষ্ঠান করা। ফলে স্থগিত করতে হলো। আগামী রমজানের ঈদের পর পুনরায় নির্বাচনের দিনক্ষন ঘোষনা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ হাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধপিনাকের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধপটিয়ায় আহনাফ মোরশেদ ক্রিকেটে ছৈয়দ কুতুব শাহ্‌ একাদশের জয়লাভ