আবারো ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় আসতে চায় আ. লীগ

বিক্ষোভ সমাবেশে গোলাম আকবর খোন্দকার

| রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:৫৫ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, অবৈধভাবে ক্ষমতায় আসা আওয়ামী লীগ আবার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার চক্রান্ত শুরু করেছে। তাদের সেই স্বপ্ন পূরণ হবে না কারণ নেতা কর্মী ও জনগণ এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না।

তিনি গতকাল শনিবার বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে বিএনপি চেয়ারপারসন, আসলাম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি ও পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখছিলেন।

সমাবেশে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎ নেই, পানি নেই, গ্যাস নেই, তাই এই স্বৈরাচার সরকারেরও আর দরকার নেই। নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া বলেন, ক্ষমতা হারানোর ভয়ে আদালতকে ব্যবহার করে সরকার নেতা কর্মীদের মামলা দিয়ে জেলে দিচ্ছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, কর্নেল আজিম উল্লাহ বাহার, অধ্যাপক আজম খান, এডভোকেট এম এ তাহের, আব্দুল আউয়াল চৌধুরী, ডা. খুরশিদ জামিল চৌধুরী, শহীদুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, আনোয়ার হোসেন, নিজাম উদ্দিন কমিশনার, কাজী মোহাম্মদ মহিউদ্দিন, গাজী নিজাম উদ্দিন, রিপন তালুকদার, মো. মহিউদ্দিন, জাকির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি থেকে ২ শত ঘনফুট মূল্যবান কাঠ জব্দ
পরবর্তী নিবন্ধরবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সম্মেলন