আবারো বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

আজাদী অনলাইন | শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ১২:০২ অপরাহ্ণ

কোভিড-১৯ মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ ২০২০ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ৩০ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়াল সরকার। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপাঠানটুলী রোডের বংশালপাড়ায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ১
পরবর্তী নিবন্ধপতেঙ্গা নৌ-ঘাট থেকে ভাসানচর যাচ্ছে ১৭৭৮ জন রোহিঙ্গা