দেশের রপ্তানি আয়ে অসামান্য অবদানের জন্য দেশের পোশাক রপ্তানি খাতের শীর্ষ প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স আবারো জাতীয় রপ্তানি ট্রফি লাভ করেছে। এ নিয়ে গত ৩২ বার প্রতিষ্ঠানটি রপ্তানি ট্রফি লাভ করলো। এবার ২০২০–২০২১ অর্থবছরে রপ্তানিতে অনন্য অবদান রাখার জন্য ট্রফি প্রদান করা হলো। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের হাতে ট্রফি তুলে দেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম ও ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান।
সৈয়দ মোহাম্মদ তানভীর গতরাতে আজাদীকে বলেন, আমার বাবা মোহাম্মদ নাসির উদ্দীনের হাতে গড়া প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স। গত প্রায় তিন যুগ ধরে দেশের রপ্তানিতে আমার বাবা তার মেধা ও মননের সবটুকু দিয়ে ভূমিকা রেখেছিলেন। আমার বাবার মৃত্যুর পর আমরা তার পদাংক অনুসরণ করে এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি।