আবারও লন্ডনের মেয়র সাদিক খান

| সোমবার , ১০ মে, ২০২১ at ৪:৪৩ পূর্বাহ্ণ

বিপুল ভোটে দ্বিতীয় বারের মতো যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান। ইউরোপের কোনো দেশে মুসলিম জনপ্রতিনিধি হিসেবে টানা দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন লেবার পার্টির এই নেতা। খবর বাংলানিউজের।
২০১৬ সালে তিনি প্রথম বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হন। ইউরোপের ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এবারের নির্বাচনে সাদিক খান মোট ভোটের ৫২ শতাংশ পেয়েছেন। লন্ডনের মেয়র হিসেবে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১২ লাখ ৬ হাজার ৩৪টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির শন বেলি পেয়েছেন ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট। নির্বাচনে তৃতীয় হয়েছেন গ্রিন পার্টির সিয়ান বেরি এবং চতুর্থ হয়েছেন লিবারেল ডেমোক্র্যাট দলের লইসা পরিট। লিবারেল ডেমোক্র্যাট দলের লইসা পরিটসহ অন্য ১৬ প্রার্থীই নির্বাচনে তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনে চতুর্থ থেকে ২০তম স্থান পর্যন্ত কোনো প্রার্থীই মোট ভোটের ৫ শতাংশ পাননি।

পূর্ববর্তী নিবন্ধপি কে হালদারের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে আরো এক মামলা
পরবর্তী নিবন্ধপাকিস্তানকে ১২ লাখ ডোজ করোনার টিকা দিল কোভ্যাক্স