জনপ্রিয় সংগীতশিল্পী সন্দীপন। এর আগেও গেয়েছেন রবীন্দ্রসংগীত। আবারও গাইলেন কবিগুরু রবীন্দ্রনাথের ‘আমার মুক্তি আলোয় আলোয়’। গানটির সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী সুমন কল্যাণ।
নতুন গান প্রসঙ্গে সন্দীপন বলেন, ‘বরাবরই রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইতে আকুলতা অনুভব করি। সংগীত পরিচালক সুমন কল্যাণের ভালোবাসা ও উৎসাহে গাওয়ার সুযোগ হলো। এ এক পরম পাওয়া। কৃতজ্ঞতা প্রযোজনা প্রতিষ্ঠান প্রোটিউনের কর্ণধার, গীতিকার প্রসেনজিৎ ওঝার প্রতি। তিনি মিউজিক ভিডিও তৈরি করে গানটিকে অন্য একটি মাত্রা দিয়েছেন।’
প্রোটিউনের কর্ণধার প্রসেনজিৎ ওঝা বলেন, ‘আমার সমস্ত অস্তিত্ব জুড়ে রবীন্দ্রনাথ। তিনি আধুনিককতার রুপকার, বাঙালি চেতনার ধারক ও বাহক। রবীন্দ্রনাথের গান নিয়ে কাজ করার বড় পরিকল্পনা আছে। এই গানটি আমার প্রিয় দুইজন মানুষ করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এখন থেকে নিয়মিত রবীন্দ্রনাথ গান নিয়ে কাজ করব।’
প্রযোজনা প্রতিষ্ঠান প্রোটিউনের ব্যানারে গানটির ভিডিও গত মঙ্গলবার অবমুক্ত হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছে প্রোটিউন টিম। অন্যদিকে, গত এপ্রিলে এসেছিল সন্দীপনের নতুন গান। নাম ‘ও ঢাকি বাজা রে ঢাক’। বৈশাখ উপলক্ষে এটি গেয়েছিলেন এই গায়ক।