উত্তর কোরিয়া তার আঞ্চলিক প্রতিবেশীদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এবারে পিয়ংইয়ং দেশটির পূর্ব উপকূলীয় সমুদ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। সপ্তাহখানেক আগে পারমাণবিক শক্তিকে ‘দ্রুততম গতিতে’ আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। স্থানীয় সময় বুধবার (৪ মে) দুপুরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর পিয়ংইয়ং। খবর বাংলানিউজের।
সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, তারা পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ১২টা ০৩ মিনিটে উৎক্ষেপণটি শনাক্ত করেছে। জাপানের কোস্ট গার্ডও উৎক্ষেপণের খবর জানিয়ে বলেছে, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। জেসিএস আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৭৮০ কিলোমিটার উচ্চতায় ৪৭০ কিলোমিটার উড়েছিল। পিয়ংইয়ং গত মাসে ২০১৭ সালের পর তার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করেছে। এতে করে আঞ্চলিক প্রতিবেশী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে উত্তর কোরিয়া।