কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ আজ বুধবার সকাল ৬টা থেকে পুনরায় কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি অস্বাভাবিক পরিমাণে বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ লেক থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান গতকাল মঙ্গলবার রাতে দৈনিক আজাদীকে পানি ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, প্রথমে মঙ্গলবার রাত ১০টার সময় পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু রাত ৯টার সময় পানি ছাড়ার সিদ্ধান্ত একটু পরিবর্তন করে আজ (বুধবার) সকাল ৬টা থেকে পানি ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, কাপ্তাই লেকে বর্তমানে ১০৮.২২ ফুট মিন সি লেভেল পানি রয়েছে। লেকে ১০৯ ফুট মি সি লেভেলের বেশি পানি ধারণ করা সম্ভব নয়। তাই লেভেল কমানোর জন্য পানি ছাড়তে হবে। তিনি আরও বলেন, আজ (বুধবার) প্রথমে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিল একযোগে ৬ ইঞ্চি করে খুলে পানি ছাড়া হবে। তবে প্রয়োজন হলে পানি ছাড়ার পরিমাণ আরো বাড়ানো হবে। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট উৎপাদনে সচল রয়েছে। এই ৫টি ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। যার পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে গত ৩ আগস্ট কাপ্তাই লেকের পানি ছাড়া হয়েছিল এবং ১৩ আগস্ট লেকের পানি ছাড়া বন্ধ করা হয়।