আবারও বাংলাদেশের সেরা লিটন

টেস্ট র‌্যাংকিং

| বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর, ২০২২ at ৪:৫৭ পূর্বাহ্ণ

ভারতের বিপক্ষে সিরিজে শেষ ইনিংসের ফিফটিতে সুখবর পেলেন লিটন কুমার দাশ। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থানকে স্পর্শ করলেন স্টাইলিশ এই ব্যাটসম্যান, বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসেও যা সেরা। আইসিসি র‌্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদে দুই ধাপ এগিয়ে লিটন এখন আছেন ১২ নম্বরে। গত মার্চ মাসে দ্বাদশ স্থানে উঠে আসেন তিনি। মে মাসে শ্রীলংকার বিপক্ষে মিরপুর টেস্টের পরও তার অবস্থান ছিল একই। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান কখনও এতটা ওপরে উঠতে পারেননি। লিটনের আগে বাংলাদেশের সেরা ছিল তামিম ইকবালের ১৪তম। মিরপুর টেস্টের আগে লিটনের অবস্থানও ছিল ১৪ নম্বরে। এই টেস্টে ২৫ ও ৭৩ রানের ইনিংসে আবার তিনি উঠে আসেন ১২ নম্বরে।

পূর্ববর্তী নিবন্ধবিসিএলে নাঈমের ৬ উইকেট
পরবর্তী নিবন্ধবাংলাদেশ দলকে শুভকামনা জানালেন ডমিঙ্গো