কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় বন্ধের পাঁচদিন পর আবারও ৬ ইঞ্চি করে খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি স্পিলওয়ে বা জলকপাট খুলে দেয়া হয়।
জানা যায়, সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে রাঙামাটি জেলাসহ বিভিন্ন এলাকায় দুদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং বাড়ছে কাপ্তাই হ্রদের পানি।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, হ্রদের পানি ধারণ ক্ষমতার কাছাকাছি চলে এসেছে। বর্তমানে হ্রদে ১০৮ দশমিক ৫৩ মিন সি লেভেল (এমএসএল) পানি রয়েছে। হ্রদের তীরবর্তী নিম্নাঞ্চল এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আরও বৃদ্ধি পাওয়ায় সন্ধ্যায় বাঁধের সবকটি গেট খোলা হয়েছে। ১৬টি স্পিলওয়ে দিয়ে ৬ ইঞ্চি পানি নির্গত হচ্ছে। এতে ৯ হাজার কিউসেক পানি যাচ্ছে কর্ণফুলী নদীতে।
প্রসঙ্গত, এর আগে হ্রদের পানির চাপ কমাতে গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিন বাঁধের ১৬টি গেট খোলা ছিল। পানির স্তর ১০৮ এমএসএলের নিচে চলে আসায় পরবর্তীতে সব জলকপাট বন্ধ করে দেয়া হয়।