আবারও ওড়ার পর বিমানের বোয়িংয়ে ত্রুটি

| বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ঢাকা থেকে ওড়ার এক ঘণ্টা পর মিয়ানমারের আকাশ থেকে ফিরে এসেছে ব্যাংককগামী বিমানের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। এ নিয়ে গত ২০ দিনে পঞ্চমবারের মত গোলযোগে পড়ল বিমানের বহরে থাকা বোয়িং। খবর বিডিনিউজের।

গতকাল বুধবার দুপুর ১২টা ৬ মিনিটে ১৪৬ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানের ফ্লাইট বিজি৩৮৮। কিছুক্ষণ পর ইঞ্জিনে অতিরিক্ত কম্পন হচ্ছে বুঝতে পেরে পাইলট মিয়ানমারের আকাশ থেকে আবার ঢাকায় ফিরে আসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান বলছেন, ব্যাংককের পথে উড়াল দিয়ে উড়োজাহাজটি এক ঘণ্টা উড়ে ঢাকায় ফিরে আসে। কী সমস্যা হয়েছে, তা প্রকৌশল বিভাগ তদন্ত করে জানাবে। ফিরিয়ে আনা যাত্রীদের সন্ধ্যা ৬টায় অন্য একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে ব্যাংকক পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজারে পাহাড় কাটা রোধে আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসের মনিটরিং কার্যক্রম
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২৫ সেমিস্টারের নবীনবরণ