আবার বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

| বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৯:০৫ পূর্বাহ্ণ

ফের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) পৌনে ১টার দিকে বিষয়টি ফেসবুক পেজে জানালেন হাবিব নিজেই। পাত্রীর নাম আফসানা চৌধুরী সিফা। এটি হাবিবের তৃতীয় বিয়ে।
হাবিব তার ফেসবকু পোস্টে লেখেন, আমার ব্যক্তিগত জীবনে পরিবর্তন এসেছে। সমপ্রতি আমি বিয়ে করেছি। আমরা সবাই জানি যে, বিশ্বব্যাপী এখন ভয়াবহ করোনা দুর্যোগ চলছে। খুব বাজে সময় যাচ্ছে। যে কারণে, কোনও আয়োজন ছাড়াই বিয়েটা হয়েছে।
জানা গেছে, সিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। শোবিজের সঙ্গেও যুক্ত আছেন তিনি। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছিল। তখনই বিয়ে নিয়ে গুঞ্জন ওঠে।
পপস্টার ফেরদৌস ওয়াহিদের পুত্র হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ের সংসারে মনের অমিলের কারণে বিচ্ছেদ ঘটে অল্প সময়ের ব্যবধানে। এরপর হাবিব ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি। সেই সংসারে আলিম নামে এক ছেলে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএকাকীত্বে ভয় নেই নুসরাতের!
পরবর্তী নিবন্ধআবার দেখা হবে বন্ধু