নব্বই দশকের সাড়া জাগানো সংগীতশিল্পী আতিক বাবু। ১৯৯২ সালে সাউন্ডটেক থেকে প্রকাশিত হয়েছিল তার প্রথম একক অ্যালবাম। এরপর আরও পাঁচ-ছয়টি একক অ্যালবাম প্রকাশ করেছিলেন তিনি। কণ্ঠ দিয়েছেন বেশ কিছু মিঙড অ্যালবামে। বিশেষ করে আসিফ আকবর-পিয়াল হাসানের সঙ্গে তার কয়েকটি অ্যালবাম পায় তুমুল জনপ্রিয়তা। তবে নানান কারণে সংগীত থেকে অনেকটা দূরে চলে যান এই অঙ্গনের প্রিয় মুখ আতিক বাবু। এবার ঈদে তিনি আবার ফিরেছেন গান নিয়ে। তবে এবার আর মৌলিক কোনো গানে কণ্ঠ দেননি। প্রথমবারের মতো কভার করেছেন লাকী আখ্ন্দের কালজয়ী সৃষ্টি ‘আমায় ডেকো না’। ১৪ মে গানটি প্রকাশিত হয়েছে দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্ট থেকে। যার সঙ্গে ‘ভুলতে পারি না সাথী’, ‘কেমন আছো তুমি’, ‘একটাই প্রশ্ন আমার’, ‘আমার প্রিয় বান্ধবী’, ‘হার মেনেছি’সহ বেশ কিছু মিঙড অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন বাবু।
মজার বিষয় হচ্ছে ‘আমায় ডেকো না’ গানটির ভিডিওতে বাবুর সঙ্গে গিটার বাজানোতে অংশ নিয়েছেন তার ছেলে ফাইজুর রহমান অইন। কাওসার আহমেদ চৌধুরীর লেখা গানটির নতুন সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ। স্টুডিও ভার্সন আকারে ভিডিও বানিয়েছে ই-মিউজিক। আতিক বাবু বলেন, ছোটবেলায় যখন গানবাজনা শুরু করি তখনই থেকেই এই গানটি আমার ভীষণ প্রিয়।
সেই ভালোলাগা থেকেই লাকী ভাইকে উৎসর্গ করে এবার গানটি গেয়েছি।
পরিচিতদের অনেকেই তাদের ভালোলাগার কথা জানাচ্ছেন। সবার অনুভূতি দেখে আমার নিজেরও ভালো লাগছে।