আবাদি জমির টপসয়েল কাটায় ৪ জনকে কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লাইসেন্স বিহীন দুই এলপিজি ফিলিং স্টেশনকে জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:০০ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় রাতের অন্ধকারে স্কেভেটর দিয়ে আবাদি জমির টপসয়েল (উপরের অংশ) কাটার অপরাধে ৪ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও লাইসেন্স বিহীন এলপিজি বিক্রি করায় ২টি ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা এবং রেজিস্ট্রেশন বিহীন ডাম্পার ট্রাক দিয়ে আবাদি জমির মাটি বহন করায় চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছে একই ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দিন ও রাতে উপজেলার ধর্মপুর, ছদাহা ও সাতকানিয়া পৌর এলাকায় এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ মাহালম পাড়ার আহমদ শফির পুত্র বোরহান উদ্দিন (১৮), একই ইউনিয়নের সিকদার বাড়ির আবু তাহেরের পুত্র রিফাতুল ইসলাম (২০), ধর্মপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সিকদার বাড়ির হারুনুর রশিদের পুত্র আজিজুল আমিন (৩২) ও নলুয়া ইউনিয়নের পুর্ব নলুয়ার মৃত আবদুল মালেকের পুত্র সাজ্জাদ হোসেন (১৯)

এর আগে রেজিস্ট্রেশন বিহীন ডাম্পার ট্রাক দিয়ে আবাদি জমির টপসয়েল বহন করায় বাজালিয়ার ৪নং ওয়ার্ডের আমিনুল হক বাপ্পি নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া লাইসেন্স বিহীন এলপিজি বিক্রি করায় ছদাহা ঠাকুর দীঘি এলাকার ফজল করিম ফিলিং স্টেশনের ম্যানেজার আকাশ কুমার পালকে ২০ হাজার ও সাতকানিয়া পৌরসভার সাতকানিয়া এলপিজি স্টেশনের ম্যানেজার অরুণ রুদ্রকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, আবাদি জমির টপসয়েল কাটার অপরাধে দণ্ডপ্রাপ্তদেরকে কারাগারে প্রেরণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআন্দরকিল্লা লাইব্রেরি থেকে চুরির টাকাসহ চোর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফখরুলের জামিন ফের নাকচ