আবর্জনা পোড়ানোর আগুনে পুড়ছে গাছ

বোয়ালখালীর আরাকান সড়ক

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৬:২৯ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার আরকান সড়কের পাশে আবর্জনা পোড়ানোর আগুনে পুড়ে গেছে সড়কের পাশের ১২টি গাছ। ময়লাআবর্জনার স্তূপে কয়েকদিন ধরে জ্বলতে থাকা আগুনের ধোঁয়ায় আশপাশের পরিবেশ দূষিত হয়ে উঠছে। পুড়ে যাওয়া স্থানটির চারপাশে ছড়িয়ে রয়েছে ছাই ও পোড়া বর্জ্য।

গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, আবর্জনার স্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। আশপাশের প্রায় ১টি গাছ পুড়ে গেছে। কয়েকটি গাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিন ধরে এই জায়গায় আগুন দেওয়ার ফলে ধীরে ধীরে এসব গাছ পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবেশে দূষিত হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রায় সময় রাস্তার পাশে আবর্জনা ফেলা হয়। আবর্জনার স্তূপে কেউ না কেউ তাতে আগুন ধরিয়ে দেয়। এতে আশপাশের গাছপালা ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশ দূষণ বাড়ে। ধোঁয়ার কারণে পথচারী, যানবাহনে চলাচলকারী যাত্রী ও আশপাশের বাসিন্দারা শ্বাসকষ্টসহ নানা সমস্যায় পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের আগুন শুধু গাছ নয়, ধ্বংস করে পরিবেশের ভারসাম্যও। বর্জ্য ব্যবস্থাপনার অভাব, জনসচেতনতার ঘাটতি ও প্রশাসনিক নজরদারির দুর্বলতাই এই সমস্যার মূল কারণ। সচেতনতার অভাবে ধ্বংস হচ্ছে পরিবেশ।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ্‌ বলেন, আমি পৌর প্রশাসককে বলে দিব, যাতে ঐ জায়গা থেকে আবর্জনার স্তূপটি পরিষ্কার করে দেওয়া হয়। এতে গাছগুলো হয়ত আবার সুস্থ অবস্থায় ফিরে আসবে।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা পরিবারের নামে থাকা ৮৮০ স্থাপনার নাম পরিবর্তন, সংকলন প্রকাশ
পরবর্তী নিবন্ধ২৬ নভেম্বর চট্টগ্রাম বন্দর অবরোধ