আবর্জনা এনে ছিটিয়ে দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের নামে তা পরিষ্কার

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১৬ পূর্বাহ্ণ

বান্দরবানে দায়সারাভাবে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি ঘিরে মেঘলা পর্যটন কর্তৃপক্ষ নিজেরা ময়লাআবর্জনা এনে বিভিন্ন স্থানে ছিটিয়ে দেয়। পরে পরিচ্ছন্নতা অভিযানের নামে এসব আবর্জনা পরিষ্কার করে।

গতকাল শনিবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের কার্যালয়ের দক্ষিণ গেট থেকে একটি র‌্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন পরিচালিত মেঘলা পর্যটন কেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের নামে একটি কর্মসূচি পালন করে জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।

এদিকে কর্মসূচিতে মেঘলা পর্যটন কর্তৃপক্ষ নিজেরা ময়লাআর্বজনা এনে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে। পরে পরিচ্ছন্নতা অভিযানের নামে এসব ময়লা পরিষ্কার করা হয়।

অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, জেলা হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েসনের সভাপতি সিরাজুল ইসলাম অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধছুটিতে ক্যাম্পাস ফাঁকা, নগরে প্রচারণা
পরবর্তী নিবন্ধপটিয়ায় চাঁদাবাজি-অপহরণ মামলার আসামি যুবদল নেতা সহযোগীসহ গ্রেপ্তার