আবর্জনা অপসারণের দাবিতে রাস্তায় নামল মানুষ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

পশ্চিম বাকলিয়ার অন্যতম আবাসিক, রসুলবাগ আবাসিক এলাকায় গতকাল শুক্রবার বাদ জুমা রসুলবাগ আবাসিক এলাকা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে চাক্তাই ডাইভারশান খালের ময়লা অপসারণ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে খাল পাড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল আলম শহিদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক এম ছগির আহম্মদ। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এস এম এয়াকুব। সঞ্চালনা করেন পরিষদের সেক্রেটারি মোহাম্মদ নছরুল্লাহ করিম চৌধুরী। সার্বিক তত্বাবধান করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম মনছুর আলী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, হাবিবুল ইসলাম মামুন, শওকত ইমরান সুমন, কেফায়েত উল্লাহ, নিজাম উদ্দীন মনি, মিল্টন, মোশাররফ। মানববন্ধনে আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন আরম্ভ করার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের নিকট স্মারকলিপি পেশসহ বিবিধ কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধদুই বাসের সংঘর্ষ প্রাণ গেল সুপারভাইজারের
পরবর্তী নিবন্ধকলেজে ভর্তি কার্যক্রম শুরু আজ