বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় অভিযুক্ত ২৫ আসামির সবার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় হবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ। গতকাল রোববার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় এ প্রত্যাশার কথা তুলে ধরেন প্রধান কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল। খবর বিডিনিউজের।
শুনানিতে তিনি বলেন, আবরার হত্যাকাণ্ড পরিকল্পিত। ঘটনার আগে আবরার গ্রামে ছিলেন। আসামিরা তার আসার অপেক্ষায় ছিলেন। বুয়েটের হলে ফেরার পর তারা তাকে ডেকে নিয়ে গিয়ে বিচার বসায়। তার উপর ‘মৃদু’ আক্রমণ করে; আস্তে আস্তে আক্রমণ জোরালো হয়। শেষ পর্যন্ত পিটিয়ে মেরেই ফেললেন। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজা চাই। তিনি জানান, এই মামলার ৬০ সাক্ষীর মধ্যে ৪৬ জন আদালতের কাছে জবানবন্দিতে ‘মারপিট করে আবরারকে হত্যার’ বিষয়টি তুলে ধরেছেন। এদিন কারাগারে থাকা ২২ আসামিকে আদালতে হাজির করা হয়।
বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। মামলার আসামিরাও সবাই ওই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।