চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সিডিএফএ–মেয়র একাডেমি কাপ(অনূর্ধ্ব–১৩) ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আবদুস সোবহান ফুটবল দল ও মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি সেমিফাইনালে উঠেছে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তারা নিজ নিজ খেলায় জয়লাভ করে। বিকাল ৩টায় অনুষ্ঠিত দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে আবদুস সোবহান ফুটবল দল ৫–১ গোলে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে নিলয় পুরোহিত এবং অনিল বড়ুয়া ২টি করে গোল দেয়। আব্দুল আহাদ নাফিজ অপর গোলটি করে। কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির পক্ষে সুমন ১টি গোল পরিশোধ করে। বিজয়ী দলের আব্দুল আহাদ নাফিজকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার পায়। তার হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ সহ–সভাপতি মোহাম্মদ শাহজাহান। একই মাঠে দিনের দ্বিতীয় কোয়ার্টার খেলায় মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি ৩–০ গোলে কোয়াইশ স্পায়ার ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের রিফাত হোসেন রিজভী ২টি এবং আরিফুল ইসলাম তানিম ১টি গোল করে। রিফাত হোসেন রিজভীকে ম্যান অফ দা ম্যাচ পুরস্কার দেয়া হয়। তার হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ সহ–সভাপতি নজরুল ইসলাম লেদু। এদিকে অনিবার্য কারণবশত আজ রোববার হতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের বাকি খেলাসমূহ স্থগিত করা হয়েছে।