আবদুল্লাহ আল-মামুন জন্মজয়ন্তীর স্মারক বক্তা সুবর্ণা মুস্তাফা

| বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৭:০৬ পূর্বাহ্ণ

স্মারক বক্তৃতা ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আলমামুনের জন্মদিন উদযাপন করবে নাট্য সংগঠন ‘থিয়েটার’। বহুমাত্রিক শিল্পস্রষ্টা আবদুল্লাহ আলমামুন থিয়েটার নাট্যদলের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন।

থিয়েটারের পরিচালক (সাংগঠনিক) রামেন্দু মজুমদার বলেন, বৃহস্পতিবার (আজ) বিকাল সাড়ে ৪টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে স্মারক বক্তৃতা দেবেন অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা। পরে নাট্যশালার মূল মিলনায়তনে থিয়েটার প্রযোজিত ‘মেরাজ ফকিরের মা’ নাটকের মঞ্চায়ন হবে। এদিন নাটকটির ২০৫তম মঞ্চায়ন হবে। প্রয়াত আবদুল্লাহ আলমামুন এ নাটকটির রচয়িতা এবং মঞ্চ নির্দেশনাও দিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।

এটি ছাড়াও আবদুল্লাহ আলমামুনের উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘সুবচন নির্বাসনে’, ‘এখনও দুঃসময়’, ‘সেনাপতি’, ‘এখনও ক্রীতদাস, ‘কোকিলারা’, ‘দ্যাশের মানুষ’, ‘মেহেরজান আরেকবার’ প্রভৃতি।

বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক আবদুল্লাহ আলমামুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। শহীদুল্লা কায়সারের উপন্যাস ‘সংশপ্তক’ নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণের পর তুমুল জনপ্রিয়তা পান তিনি। তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সারেং বৌ’, ‘সখী তুমি কার’, ‘এখনই সময়’, ‘জোয়ারভাটা’, ‘শেষ বিকেলের মেয়ে’, ‘দুই বেয়াইয়ের কীর্তি’, ‘দরিয়াপাড়ের দৌলতি’।

১৯৮০ সালে ‘এখনই সময়’ চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০০ সালে পান একুশে পদক। ২০০৮ সালের ২১ আগস্ট মারা যান আবদুল্লাহ আলমামুন।

পূর্ববর্তী নিবন্ধ‘নেপোলিয়ন’ হয়ে আসছেন হোয়াকিন ফিনিক্স
পরবর্তী নিবন্ধডেঙ্গু : চকবাজার ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রাম ও লিফলেট বিতরণ