ঝাউতলা, জামালখান, কদম মোবারক, রহমতগঞ্জ, আন্দরকিল্লা মহল্লা সমিতির সাবেক সভাপতি, সমাজসেবক মরহুম আবদুল মাবুদ সওদাগরের ২১তম মৃত্যুবার্ষিকী স্মরণে গত সোমবার বাদে জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন কদম মোবারক জামে মসজিদের মৌলভী মো. ইকরাম।
এসময় উপস্থিত ছিলেন মহল্লা সমিতির যুগ্ম সম্পাদক এম এ সোবহান, দপ্তর সম্পাদক মঞ্জুর হোসেন, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এম.এ মোনায়েম চৌধুরী, মো. খোরশেদ আলম, মো. ইমরান, মো. ইলিয়াছ, মো. ইব্রাহিম, মৌলভী মঞ্জুর হোসেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পন করেন মহল্লা সমিতির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।