কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে আবদুর রহমান ভুইয়া স্মৃতি সংসদ ও চিটাগাং ইউনাইটেড । কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে কমিশনার আবদুর রহমান ভূঁইয়া স্মৃতি সংসদ ৫ উইকেটে সি.এম টাইগার্সকে পরাজিত করে। টসে জিতে ব্যাট করতে নামা সি.এম টাইগার্স সবকটি উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। জবাবে কমিশনার আবদুর রহমান ভূঁইয়া স্মৃতি সংসদ ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের মোঃ ফরহাদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তোর হাতে পুরষ্কার তুলে দেন এ.এম গ্রুপের ডাইরেক্টর ও চট্টগ্রাম মাস্টার্সের সেক্রেটারি রাজিব মোস্তফা।
দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগাং ইউনাইটেড ২৬ রানে মিরসরাই ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে হেরে ব্যাট করতে নামা চিটাগাং ইউনাইটেড ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করতে সক্ষম হয়। জবাবে মিরসরাই ক্রিকেট একাডেমি ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে। বিজয়ী দলের লিপন ৫১ রান করার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজ এর সাবেক অধ্যক্ষ দবির উদ্দিন খান।