বাঁশখালী প্রতিনিধি জানান, মুফতি মাওলানা আবদুছ সামাদ সিকদার (৮০) নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোর সাড়ে ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। এ প্রবীণ আলেম অনেকদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তিনি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক নুরুল মোস্তফা সংগ্রামের পিতা। মরহুমের জানাজা বুধবার বিকাল সাড়ে ৫টায় গন্ডামারায় নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুফতি মাওলানা আবদুছ সামাদ সিকদারের মৃত্যুতে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার কাজমী সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ গভীর শোক জানিয়েছেন।












