মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের ব্যবস্থাপনায় অসহায় মানুষের মাঝে গতকাল বুধবার ঈদবস্ত্র বিতরণ করা হয়। পবিত্র ওমরাহ্ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করায় আবদুচ ছালাম ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বলেন, বঙ্গবন্ধু এ দেশের মানুষকে জীবন দিয়ে ভালবেসেছেন, মুক্তির স্বাদ দিয়েছেন।
গরীব দুখী মানুষের প্রতি নিবিড় ভালবাসা ও মমতা নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, তাই তিনি বিশ্ব মানবতার জননী হিসেবে স্বীকৃত। দেশের উন্নয়নের স্বার্থে, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর স্বার্থে আমাদের শেখ হাসিনার সাথে থাকতে হবে। মহানগর যুবলীগের সাবেক সদস্য কফিল উদ্দিনের সভাপতিত্বে ও জিএস আমিনুল করিমের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন, মোহাম্মদ আব্দুল কাদের সর্দার, ইলিয়াছ খান মিলন, সাইফু উদ্দিন সাইফ, মো. গোলাম মোস্তাফা, নুরনবী সোহান, মো. নুরুন্নবী, সাজ্জাদ হোসেন আশিক, নুরউদ্দিন, আরাফাত ইবনে করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।