আবছায়া

নূরজাহান শিল্পী | মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

হৃদবলয়ের অসীম শূন্যতায়
আজ থাকলাম না হয় ডুবে খানিক নীরবতায়,
মন পবনের নাও ভাসালাম অজানা ব্যথায়
আজ একটা ফুল ভাসিয়ে দিলাম না হয় জলের গাঁথায়,
ধূসর বিবর্ণ জীবন বেঁধে দিলাম ঘুড়ির মাথায়..
এক আকাশ রোদ দিলাম তোমায়
বৃষ্টি টুকু নিলাম নিজের ছাতায়;
ইচ্ছের আকাশে বিষাদ বিলাসে
মাছরাঙা জীবন কায়ায়
বিশ্বাসের দীর্ঘ ছায়াপথে হেঁটে গেছি বহুদূর ,
প্রবাহমান সময়ের চিত্রপটে
তুমি আমি মুখোমুখি আবছায়ার তটে ।

পূর্ববর্তী নিবন্ধএড়িয়ে চলতে শিখুন
পরবর্তী নিবন্ধসুগন্ধা ও ধলেশ্বরী নদীর বুকে কান্নার কলরোল