আফ্রিকান নেশন্স কাপের ট্রফি নিয়ে দেশে ফেরা সেনেগাল দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্কোয়াডের সবাইকে এক লাখ ৩০ হাজার ডলারের বেশি করে অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাসিহু জিওমাই ফাই।
সরকারের পক্ষ থেকে তাদের সবাইকে জমিও দেওয়া হচ্ছে। চ্যাম্পিয়ন দলকে অভ্যর্থনা জানাতে মঙ্গলবার রাতে দেশের রাজধানী ডাকারে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। সেখানেই এক অনুষ্ঠানে ওই ঘোষণা দেন সেনেগালের সরকার প্রধান।
মরক্কোর রাবায় গত রোববার অনুষ্ঠিত ঘটনাবহুল ফাইনালে ১–০ গোলের জয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির ট্রফি উঁচিয়ে ধরে তারা। ট্রফি নিয়ে মঙ্গলবার দিনের প্রথমভাগে ছাদখোলা বাসে করে রাজধানীর প্রেসিডেন্টের বাসভবনে যায় সেনেগাল দল।
বাসের সামনে লেখা ছিল আফ্রিকান চ্যাম্পিয়ন্স। ২৮ সদস্যে গড়া দলের প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হবে প্রায় এক লাখ ৩ হাজার ডলার করে। সেই সঙ্গে তারা প্রত্যেকে পাবেন দেড় হাজার বর্গমিটার আয়তনের জমি।











