আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের আয়োজনে আগামী ১০ ও ১১ নভেম্বর আফ্রিকান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠেয় এই উৎসবে আফ্রিকার চারটি দেশের চারটি উল্লেখযোগ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।
১০ নভেম্বর বিকেল ৪টায় উৎসব উদ্বোধন করবেন চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের উপদেষ্টা প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল্যাহ। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ওসমান সেমবেনে পরিচালিত সেনেগালের ছবি ‘দি মানি অর্ডার’। সন্ধ্যা ৬ টায় প্রদর্শিত হবে চাদের ছবি মাহমুত সালেহ হারুন পরিচালিত ‘এ স্ক্রিমিং ম্যান’। দ্বিতীয় দিন ১১ নভেম্বর বিকাল ৪টায় প্রদর্শিত হবে মালির ছবি সুলেইমান সিসে পরিচালিত ‘ইয়েলিন’ এবং সন্ধ্যা ৬টায় উৎসবের সমাপনীতে প্রদর্শিত হবে মাশেরা একওয়া বাহানগো পরিচালিত কঙ্গোর ছবি ‘মাকিলা’। উৎসব উপলক্ষে ফিল্ম ইনস্টিটিউটের মুখপাত্র ডিপ ফোকাসের আফ্রিকান চলচ্চিত্র সংখ্যা প্রকাশিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।