আফ্রিকা ও এশিয়া থেকে বিশ্বকাপের টিকিট পেলো আরও পাঁচ দেশ

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

আফ্রিকা ও এশিয়া থেকে আরও পাঁচ দেশ সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে। মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট এবং সেনেগাল দুর্দান্ত জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের জন্য আফ্রিকা মহাদেশের সংরক্ষিত শেষ তিনটি সরাসরি স্থান পূরণ করেছে। অন্যদিকে, এশিয়া থেকে নিজেদের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট পেয়েছে কাতার ও সৌদি আরব। আফ্রিকার বাছাইপর্বে সেনেগাল ছিল সবচেয়ে চিত্তাকর্ষক। তারা মৌরিতানিয়াকে ৪০ গোলে বিধ্বস্ত করে। আইভরি কোস্ট কেনিয়াকে ৩০ গোলে এবং দক্ষিণ আফ্রিকা রুয়ান্ডাকে ৩০ গোলে পরাজিত করে। এই তিনটি দল আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর, মরক্কো এবং তিউনিসিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেঙিকোতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্ব করবে। তবে ক্যামেরুন, ডিআর কঙ্গো, গ্যাবন এবং নাইজেরিয়া আশা বাঁচিয়ে রেখেছে। তারা চারটি সেরা রানার্সআপ দল হিসেবে প্লেঅফে জায়গা করে নিয়েছে। এশিয়ান বাছাইপর্বের চতুর্থ রাউন্ডে নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান দখল করে কাতার এবং সৌদি আরব ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। দোহায় অনুষ্ঠিত ম্যাচে কাতার সংযুক্ত আরব আমিরাতকে ২১ গোলে পরাজিত করে। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার এবারই প্রথম যোগ্যতার ভিত্তিতে বিশ্বকাপে জায়গা করে নিল। দলের হয়ে বোয়ালেম খৌখি এবং পেদ্রো মিগেল গোল করেন। জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচে সৌদি আরব ইরাকের সাথে গোলশূন্য ড্র করে। এই ড্রই তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নেবে। অন্যদিকে, ইরাককে এখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্লেঅফ ম্যাচ খেলতে হবে।

পূর্ববর্তী নিবন্ধনোমানের ঘূর্ণিতে কুপোকাত দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধনিজেদের ভুলেই বেশি গোল খাচ্ছেন জানালেন অধিনায়ক জামাল ভূইয়া