মুজিব শতবর্ষ শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় আব্দুর রব সেরনিয়াবাত-চিটাগাং ক্রিকেট একাডেমি ৫ উইকেটে শেখ জামাল- শোভনীয়া ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে শোভনীয়া প্রথমে ব্যাট করে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রান করে তারা। জবাবে চিটাগাং ক্রিকেট একাডেমি ১৫.১ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে নেয়। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আব্দুর রব সেরনিয়াবাত-চিটাগাং ক্রিকেট একাডেমির শামসুদ্দোহা। সে ৩৫ বল খেলে ৪৮ রানে অপরাজিত থাকে। তার হাতে ক্রেস্ট তুলে দেন মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মানস রক্ষিত। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় রোজী জামাল- আফতাব ক্রিকেট একাডেমি ১০ রানে শেখ কামাল-ইস্পাহানী ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে আফতাব ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে। তারা ১৯.২ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৪৬ রান করে। জবাবে ইস্পাহানী ক্রিকেট একাডেমি ১৮.৪ ওভার খেলে ১০৬ রানে সব উইকেট হারায়। খেলায় রোজী জামাল- আফতাব ক্রিকেট একাডেমির সামি ৪৭ বলে ব্যক্তিগত ৮০ রান সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তাকে ক্রেস্ট প্রদান করেন মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী পরিষদের সদস্য আবুল মনসুর। আজ প্রথম খেলায় শেখ ফজলুল হক মনি- উদীয়মান ক্রিকেট একাডেমি বনাম আব্দুর রব সেরনিয়াবাত- চিটাগাং ক্রিকেট একাডেমি এবং দ্বিতীয় খেলায় সুকান্ত বাবু- ব্রাইট ক্রিকেট একাডেমি বনাম রোজী জামাল- আফতাব ক্রিকেট একাডেমি পরস্পরের মোকাবেলা করবে।