আফজাল হোসেনের উপহার পেয়ে আপ্লুত রওনক

| শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

নন্দিত অভিনেতা আফজাল হোসেনের কাছ থেকে একটি চিত্রকর্ম উপহার পেয়ে আপ্লুত অভিনেতা রওনক হাসান। সেই উপহারের সঙ্গে তোলা ছবি শেয়ার করে উচ্ছ্বসিত রওনক হাসান লিখেছেন, এ এক অনন্য, অন্যতম শ্রেষ্ঠ উপহার। আমাদের সবার প্রিয়, শ্রদ্ধার, ভালোবাসার শিল্পী আফজাল ভাই, আমার জন্য ছবি আঁকলেন। ‘যাপিত জীবন’ চলচ্চিত্রের শুটিং সেটে এক আড্ডায় আফজাল হোসেন বলেছিলেন, রওনকের জন্য নতুন একটি ছবি এঁকে দেবেন। সেটি যে কেবল কথার কথা ছিল না, উপহার হাতে পাওয়ার আগে ধারণা করতে পারেননি রওনক।

আফজাল হোসেন নিজের আঁকা সেই ছবি মঙ্গলবার উপহার দিয়েছেন তাকে। তিনি যখনই একা থাকতেন তখনই হাতের কাছে যা কিছুই পেতেন, টুকরো কাগজ, টিস্যুর বাক্স, সেটাতেই ছবি আঁকতেন। তো একদিন এভাবে ছবি আঁকছিলেন আফজাল ভাই, আমি বললাম যে ভাই এটা আমাকে দিয়েন। তিনি তখন বললেন, এটা নাতোমাকে আমি অন্য ছবি দেব।

কথা এখানেই শেষ। সেটি যে তখন কথার কথা ছিল না, সেটি ভাবতে পারেননি রওনক। তিনি বলেন, আমরা শুটিং করলাম। আফজাল ভাইয়ের মত শিল্পীর সাথে কাজের অসামান্য অভিজ্ঞতা নিয়ে ফিরে আসলাম। হঠাৎ দিন সাতেক পর আফজাল ভাইয়ের ফোন। তিনি বললেন, তোমার ছবি রেডি। এসে নিয়ে যাও। আমি চমকে গেলাম। আমি কল্পনাও করিনি। বিশ্বাস ও করতে পারছিলাম না। এতো ব্যস্ততার মাঝেও আফজাল ভাই আমার কথা মনে রেখেছেন এবং আমার জন্য এঁকেছেন। গতকাল আমি অফিসে গেলাম। দেখি আফজাল ভাই ছবিটি চমৎকার করে বাঁধাই করে প্যাক করে রেখেছেন। আমি আরও বিস্ময়ে বাকহারা হয়ে গেলাম।

পূর্ববর্তী নিবন্ধ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার গান আসছে আজ
পরবর্তী নিবন্ধলাকী আখন্দের গান নিয়ে আসছে কোক স্টুডিও বাংলা