আফগানিস্তানের শক্তি ও দুর্বলতার দিকে চোখ বাংলাদেশের

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:৪৮ অপরাহ্ণ

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের সূচি অনুযায়ী কাতারে আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে কাতারে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল টানা দুই দিন অনুশীলনের পর রিকভারি সেশন কাটিয়েছে। হোটেলে সুইমিং ও জিম সেশন হয়েছে। সেই আফগানিস্তানের প্রস্তুতি ম্যাচ দেখে তাদের শক্তি ও দুর্বলতার দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করছে। আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেই বাছাই শুরু করেছিল বাংলাদেশ। এবার তাদের বিপক্ষে ভালো ফল পাওয়ার আশা দলের। মিডফিল্ডার সোহেল রানা জানালেন, ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলা আফগানিস্তানের প্রস্তুতি ম্যাচ দেখে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নিচ্ছেন তারা। ‘আমরা আপাতত আফগানিস্তান ম্যাচে দৃষ্টি দিচ্ছি। সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ। আফগানিস্তান দল সম্পর্কে কিছু ধারণা আমরা পেয়েছি। ওরা কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, ওই ম্যাচগুলো দেখে ওদের শক্তি-দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করি, ওদের বিপক্ষে ভালো একটা ম্যাচ খেলে ইতিবাচক ফল নিয়ে আসতে পারব আমরা।’

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চরলক্ষ্যা ইউনিয়ন
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনাতে হচ্ছে না কোপা আমেরিকা কাপ