আফগানিস্তানের পামির কোলার লিটার বিক্রি হল ২২১ টাকায়

চট্টগ্রাম কাস্টমস সর্বোচ্চ দরদাতার প্রতিনিধির গায়ে হাত তোলার অভিযোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৬:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসে আফগানিস্তানের তৈরি ১৫ হাজার ৮৬৮ লিটার ‘পামির কোলা’ নামের কোমল পানীয় প্রকাশ্য নিলামে বিক্রি হয়েছে ৩৫ লাখ ১০ হাজার টাকায়। সে হিসেবে প্রতি লিটারের দাম পড়েছে ২২১ টাকা। নগরীর দেওয়ান হাট এলাকার ফারজানা ট্রেডিং এসব পানীয় কিনে নেন। তবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এসব পানীয় দাম ধরেছিল ৮৪ লাখ ৫০ হাজার ৬২৭ টাকা। গ্রীন, রেড ও অরেঞ্জ তিন রঙের প্রতিটি ৩০০ মি. লি ওজনের এসব ক্যানের মেয়াদ আছে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে নিলাম শেষ হওয়ার পর একদল লোক সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হওয়া ফারজানা ট্রেডিংয়ের একজন প্রতিনিধির গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন দৈনিক আজাদীকে বলেন, আমদানিকারক নির্দিষ্ট সময়ে পণ্য খালাস না নেওয়ায় আমরা আফগানিস্তানের তৈরি ১৫ হাজার ৮৬৮ লিটার ‘পামির কোলা’ নামের পানীয় প্রকাশ্য নিলামে তুলেছিলাম। একজন বিডার ৩৫ লাখ ১০ হাজার টাকা বিড করে সেগুলো কিনে নেন। তবে নিলাম শেষে বিশৃঙ্খলা খবর পেয়েছি। সর্বোচ্চ দরদাতা ফারজানা ট্রেডিংয়ের এক প্রতিনিধির গায়ে হাত তোলার কথা শুনেছি। এ ঘটনা কারা ঘটিয়েছিসেটি আমরা নিশ্চিত হতে পারিনি। পরবর্তীতে আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে পরবর্তী নিলামে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, আমদানিকৃত পণ্য জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার ৩০ দিনের মধ্যে আমদানিকারককে সরবরাহ নিতে হয়। এই সময়ের মধ্যে কোনো আমদানিকারক পণ্য সরবরাহ না নিলে তাকে নোটিশ দেয় কাস্টমস। নোটিশ দেওয়ার ১৫ দিনের মধ্যে এই পণ্য সরবরাহ না নিলে তা নিলামে তুলতে পারে কাস্টমস কর্তৃপক্ষ। এছাড়া মিথ্যা ঘোষণায় জব্দ পণ্যও নিলামে তোলা যায়। সর্বমোট ৪৫ দিনের মধ্যে নিলামে তোলার এই নিয়ম দীর্ঘদিন ধরে কার্যকর করতে পারেনি বন্দর ও কাস্টমস। এতে করে বন্দরের ইয়ার্ডে এসব কন্টেনার পড়ে থাকে। আমদানি পণ্য যথাসময়ে খালাস না নেয়ায় বন্দরগুলোতে প্রায়ই কন্টেনার জট লাগে। দিনের পর দিন কন্টেনার পড়ে থাকলেও বন্দর কর্তৃপক্ষও চার্জ পায় না।

পূর্ববর্তী নিবন্ধ২৬ জনের ‘সম্পৃক্ততা’ পেয়েছে তদন্ত সংস্থা, কারাগারে ৪ আসামি
পরবর্তী নিবন্ধসিইপিজেডে দুই পোশাক কারখানা শ্রমিকের সড়ক অবরোধ