আফগানিস্তানের নারীদের বিদেশে পড়তে যেতে তালেবানের বাধা

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১১:৫১ পূর্বাহ্ণ

আফগানিস্তানে তালেবান শাসন ফেরার পর থেকেই নারীদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে। এবারে বন্ধ হল নারীদের বিদেশ যাত্রাও। বৃত্তি নিয়ে দুবাইয়ে পড়তে যাওয়ার পথে থাকা বেশ কয়েকজন আফগান নারীকে বিমানবন্দরে আটকে দিল তালেবান। বিবিসি জানায়, মোট ১০০ আফগান নারী দুবাইয়ে পড়াশোনার জন্য বৃত্তি পেয়েছিল। তার মধ্যে অন্তত ৬০ জনকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেয় তালেবান। এদেরই একজন ২০ বছর বয়সী এক নারী, যার ছদ্মনাম নাটকাই। তিনি বলেন, তালেবান নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দুয়ার বন্ধ করে দেওয়ার পর আমার একমাত্র ভরসা ছিল বৃত্তি, যা বিদেশে পড়তে যাওয়ার জন্য সহায়ক হত। খবর বিডিনিউজের।

আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা কঠিন হওয়ার পরও এই নারী পড়া চালিয়ে যাচ্ছিলেন বলে জানান। নাটকাই বলেন, এরপর সংযুক্ত আরব আমিরাতে ধনকুবের ব্যবসায়ী শেখ খালাফ আহমেদ আলহাবতুরের সংগঠন থেকে দুবাই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বৃত্তি পান তিনি। গত বছর ডিসেম্বরে আফগানিস্তানে তালেবান বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়া নিষিদ্ধ করার পর আফগান নারীদের জন্য বৃত্তি ঘোষণা করা হয়েছিল। নাটকাই গত বুধবার পরিবারকে বিদায় জানিয়ে দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে যান। কিন্তু পরক্ষণেই হতাশ হতে হয় তাকে।

নারী বলেন, তালেবান কর্মকর্তারা যখন আমাদের টিকেট এবং পড়তে যাওয়ার ভিসা দেখল তখন বলল, নারীদের স্টুডেন্ট ভিসায় আফগানিস্তান ছেড়ে যাওয়া মানা। বিবিসি’র হাতে পাওয়া ছবিতে কালো হিজাব পরা তরুণীদেরকে তলপিতলপা নিয়ে বিষন্ন মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

তালেবান নারীদের একা ভ্রমণ নিষিদ্ধ করেছে। তাদের কেবল তাদের স্বামী কিংবা কোনও পুরুষ স্বজনের সঙ্গেই বিদেশে যাওয়ার অনুমতি আছে। যেমন ভাই, চাচা কিংবা বাবা, যারা মাহরাম হিসাবেই পরিচিত।

পূর্ববর্তী নিবন্ধচাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি
পরবর্তী নিবন্ধইসরায়েলি মন্ত্রীর সঙ্গে বৈঠক, লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত