আফগানিস্তানের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও মানবিক সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মুসলিম দেশগুলো। খবর বিডিনিউজের। রবিবার পাকিস্তানের ইসলামাবাদে ইসলামী সহযোগী সংস্থার বিশেষ এক বৈঠক থেকে এ আহ্বান এসেছে বলে জানিয়েছে রয়টার্স। শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আফগানিস্তানে লাখ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে পড়ায় দেশটির মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। কিন্তু অগাস্টে ক্ষমতা নেওয়া তালেবান সরকারকে সহযোগিতায় পশ্চিমা দেশগুলোর অনীহার কারণে মারাত্মক সংকট মোকাবেলায়ও আন্তর্জাতিক সমপ্রদায় সমন্বিত কোনো ব্যবস্থা নিতে পারছে না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী বলেছেন, আফগানিস্তানের জন্য সহযোগিতার বন্দোবস্ত করতেই ওআইসির বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের বৈঠক ডাকা হয়েছে। আফগানিস্তানে মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের প্রভাবের সীমানার বাইরেও পড়বে-বিপুল সংখ্যক উদ্বাস্তুর দেশত্যাগ, অস্থিতিশীলতা ও সহিংসতার মাধ্যমে, ইমেইলে এমনটাই বলেছেন কোরেশী।