আফগানিস্তানে নিষিদ্ধ হল মিক্সড মার্শাল আর্ট

| শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:২৭ পূর্বাহ্ণ

মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) অনৈসলামিক আখ্যা দিয়ে এটি নিষিদ্ধ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তালেবানের ক্রীড়া কর্তৃপক্ষের এক কর্মকর্তা মঙ্গলবার স্থানীয় সমপ্রচারমাধ্যম টোলো নিউজকে বলেন, এমএমএ খুবই সহিংস এবং এতে মৃত্যুঝুঁকি আছে। আফগানিস্তানে পূণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয়ের নৈতিকতা পুলিশ এমএমএ নিষিদ্ধের নির্দেশ দিয়েছে। খবর বিডিনিউজের।

খেলাটি ইসলাম কিংবা শরিয়া আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা যাচাইবাছাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালেবানের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ক জেনারেল ডিরেক্টরেট এক বিবৃতিতে বলেছে, খেলাটি শরিয়া আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং ইসলামের শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এটি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবিসি জানায়, এমএমএ আফগানিস্তানের তরুণদের মধ্যে একটি জনপ্রিয় খেলা এবং ২০২১ সালে তালেবানের ক্ষমতায় ফিরে আসার আগ পর্যন্ত দুই দশকে এটি বেশ জনপ্রিয় খেলা ছিল। মিঙড মার্শাল আর্ট ফেডারেশন ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তখন আফগানিস্তান ফাইটিং চ্যাম্পিয়নশিপ (এএফসি) এবং ট্রুলি গ্র্যান্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ (টিজিএফসি) এর বেশ কয়েকটি লড়াইয়ের আয়োজন করেছিল।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৯৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধভারতে জন্মহার থেকে শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেশি