আফগানিস্তানে তালবানের হুঙ্কার

সব বিদেশি সেনাকে সময়সীমার মধ্যেই চলে যেতে হবে হাজারের বেশি আফগান সেনা পালিয়ে তাজিকিস্তানে

| মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৫:১৮ পূর্বাহ্ণ

আফগানিস্তানে একটু একটু করে স্বরূপে ফিরতে থাকা তালেবান গোষ্ঠী এবার হুঙ্কার দিয়ে বলেছে, নেটোর বেঁধে দেওয়া সেপ্টেম্বর সময়সীমার পর কোনও বিদেশি সেনা থাকতে পারবে না। তাদেরকে এ সময়ের মধ্যেই আফগানিস্তান ছাড়তে হবে। নইলে তারা দখলদার হিসেবে ঝুঁকিতে থাকবে। বিদেশি সেনা প্রত্যাহারের পরও আফগানিস্তানে কূটনৈতিক মিশন এবং রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বিধানের জন্য ১ হাজার সেনা সেখানে থেকে যেতে পারে, যাদের বেশিরভাগই মূলত মার্কিন সেনা- এমন খবর প্রকাশের পরই তালেবান এই হুঁশিয়ারি দিল। এদিকে তালেবানের সঙ্গে লড়াই-সংঘর্ষে টিকতে না পেরে হাজারের বেশি আফগান সেনা পালিয়ে গেছে তাজিকিস্তানে। খবর বিডিনিউজের।
আফগানিস্তানে নেটোর ২০ বছরের সামরিক অভিযানের অধ্যায় শেষের পথে। কিন্তু পশ্চিমাদেশগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য আফগানিস্তান আর বিদেশি জিহাদিদের স্বর্গভূমি হবে না সে নিশ্চয়তার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এখন সেখান থেকে বাদবাকী বিদেশি সেনা প্রত্যাহার করে নিচ্ছেন। এ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আফগানিস্তানে তালেবান সহিংসতা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা পুরোপুরি প্রত্যাহার করার সময়সীমা নির্ধারণ করেছেন এবছর ১১ সেপ্টম্বরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার ২০ তম বর্ষপূর্তির দিনে। তার আগে ৪ জুলাইয়ের মধ্যেই প্রত্যাহার হয়ে গেছে বেশিরভাগ সেনা। খবর বেরিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই হয়ত সেনা প্রত্যাহার পুরোপুরি শেষ হবে। আফগান বাহিনী এখন এককভাবে দেশের নিরাপত্তার হাল ধরতে চলেছে। ফলে রাজধানী কাবুলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।
তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন বলেছেন, কূটনীতিক, এনজিওকর্মী এবং বিদেশি বেসামরিক নাগরিকদের নিশানা করা হবে না। ফলে তাদের সুরক্ষার জন্য কোনও বাহিনী আফগানিস্তানে থাকার দরকার নেই। তিনি আরও বলেন, আমরা বিদেশি সামরিক বাহিনীর বিরুদ্ধে। কূটনীতিক, এনজিও, এনজিওকর্মী, এনজিও’র কার্যক্রম এবং দূতাবাসের বিরুদ্ধে নই। আমাদের জনগণের এসব দরকার। আমরা তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াব না।
এদিকে তালেবানের সঙ্গে লড়াই-সংঘর্ষে টিকতে না পেরে এক হাজারেরও বেশি আফগান সেনা সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশ তাজিকিস্তানে পালিয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাজিকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সেনারা জীবন বাঁচাতে’ পিছু হটে গিয়ে সীমান্ত পেরিয়ে এসেছে। আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যেতে থাকার মধ্যে তালেবানের দাপট বাড়তে শুরু করেছে। একের পর এক জেলা তালেবানের দখলে চলে যাচ্ছে। বিশেষ করে সমপ্রতি কয়েক সপ্তাহে দেশের উত্তরে তালেবানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাজিক সীমান্ত বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, সোমবার সকালে তালেবান জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের পর আফগান সরকারি বাহিনীর এক হাজারের বেশি সেনা সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানে ঢুকেছে।
প্রাণ বাঁচাতে মোট ১ হাজার ৩৭ আফগান সেনা সাতটি পথ দিয়ে সীমান্ত অতিক্রম করেছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। মানবতার খাতিরে তাজিক কর্তৃপক্ষ এই সেনাদের তাদের ভূখন্ডে ঢুকতে দিয়েছে। বিবিসি জানায়, গত তিদনদিন ধরেই আফগান সেনারা তাজিকিস্তানে পালাচ্ছে। সব মিলে এ পর্যন্ত ১ হাজার ৬০০ সেনা সীমান্ত পেরিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিলিন্ডার বদলাতে দেরি একসঙ্গে ৬৩ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধঅনুশীলন বঞ্চিত সাইফ-নাইম