আফগানিস্তান ২০২২ সালে বাংলাদেশ সফর করবে

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:১৩ পূর্বাহ্ণ

২০২২ ও ২০২৩ সালের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই সূচিতে ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সফর করবে আফগানিস্তান ক্রিকেট দল। যেখানে বাংলাদেশে তিনটি ওয়ানডের সঙ্গে দুটি টি-টোয়েন্টি খেলবেন রশিদ-নবীরা। আফগানরা দুই বছরে মোট ৩৭ ওয়ানডে, ১২ টি-টোয়েন্টি ও ৩ টেস্ট খেলবে। এর মধ্যে আইসিসি ও এসিসি ইভেন্টও রয়েছে।
২০২২ সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের সূচি আছে। এরপরই আফগানিস্তান সিরিজে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে জুলাইয়ে। ওয়ানডে সুপার লিগে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ১২ ম্যাচে ৮ জয়ে বাংলাদেশের পয়েন্ট ৮০। ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে আছে ইংল্যান্ড।
২০১৯ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান ক্রিকেট দল। সেই সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও জিম্বাবুয়ে-বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল আফগানিস্তান।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবসে টেলিফিল্ম ‘ভাইয়া’
পরবর্তী নিবন্ধস্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে আবাহনী