আফগানিস্তান সিরিজের সব ম্যাচ হতে পারে চট্টগ্রামে

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশের মাঠে প্রস্তুতি নিয়েই বাংলাদেশকে হারানোর অভিযানে নামবে আফগানিস্তান। দুই দলের সিরিজের আগে এখানে কন্ডিশনিং ক্যাম্প করার অনুরোধ করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেই অনুরোধে সাড়া দিয়ে আফগানদের ক্যাম্প করার অনুমতি দিয়েছে বিসিবি। আগের সূচির কয়েকদিন আগেই বাংলাদেশে চলে আসবে আফগানরা। সিলেটে দিন পাঁচেকের কন্ডিশনিং ক্যাম্প করবে আফগানরা। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি সংবাদমাধ্যমকে জানান তারা একটি কন্ডিশনিং ক্যাম্প করতে চাচ্ছে। এই কন্ডিশনিং ক্যাম্প আমরা সিলেটে আয়োজন করার পরিকল্পনা করেছি। এই মুহূর্তে সম্ভাব্য যে সূচি করা আছে সে অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা আসবে আফগানরা। আফগানদের এই সফরে তিনটি ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজ খেলবে দুই দল। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। বিসিবির প্রধান নির্বাহী জানান, এই সিরিজে মাঠে দর্শক প্রবেশের অনুমতি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের নিদের্শনা অনুযায়ীই বিসিবি পদক্ষেপ নেবে।

পূর্ববর্তী নিবন্ধকোভিড ধাক্কা নিয়ে বিশ্বকাপ মিশনে গেল নারী ক্রিকেট দল
পরবর্তী নিবন্ধসুপার ফোর পর্বে শতদল ক্লাব