আফগান সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশের ক্রিকেটাররা এখন বিপিএল খেলছে। বিপিএল শেষ হতেই শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। আর সে সিরিজের ওয়ানডে দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন মাহমুদুল হাসান জয় এবং এবাদত হোসেন। বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন। ইনজুরির কারণে নেই মোহাম্মদ সাইফ উদ্দিন। দলে ফিরেছেন ইয়াসির আলি চৌধুরি, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ। গত মাসে নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে ভাল করা মাহমুদুল হাসান এবারের বিপিএলেও ভাল করছেন। তাই তাকে নেওয়া হয়েছে ওয়ানডে দলে। এবাদত হোসেনও নিউজিল্যান্ড সফরে বেশ ভাল করেছেন। তাই তাকেও জায়গা দেওয়া হয়েছে ওয়ানডে দলে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে চট্টগ্রামে আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি চৌধুরি, মাহমুদুল হাসান জয়।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগ আজ শুরু
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেট লিগ আজ থেকে শুরু