আপাতত বন্ধ হচ্ছে না কোনো ট্রেন

চলবে অর্ধেক যাত্রী নিয়ে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

করোনা মহামারির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত বিধিনিষেধের আলোকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলবে সকল ট্রেন। তবে এখনই কোনো ট্রেন বন্ধ হচ্ছে না বলে রেলভবন থেকে জানা গেছে। ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দেশের সকল রুটে চলাচলরত সকল আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলাচলের জন্য সকল প্রকার প্রস্তুতি শুরু হয়েছে।
করোনা মহামারির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে ১১ দফা বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা আগামী ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। গতকাল সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয় ট্রেন, বাস ও লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক/সহকারীদের আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে।
চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে জানান, আমাদের কাছে এখনো রেলভবন থেকে কোনো নির্দেশনা আসেনি। তবে সরকারি নির্দেশনা মোতাবেক অর্ধেক আসনেই চলাচল করবে ট্রেন। এই ব্যাপারে রেলভবনে প্রস্তুতি চলছে। কোনো কারণে ১৩ তারিখ থেকে অর্ধেক যাত্রী নিয়ে না চললেও দুই-একদিন পর থেকে চলবে। তবে কোনো ট্রেন বন্ধ হবে না। আমরা মঙ্গলবার ১৫ তারিখের টিকিট দেব। অর্ধেক আসনে যাত্রী পরিবহনের জন্য সার্ভারে কাজ করতে হবে। মঙ্গলবার সার্ভারে কাজ করা হবে।
করোনা মহামারীর সংক্রমন ঠেকাতে গত বছরও সরকারের কঠোর বিধিনিষেধের কারণে বছরের শুরু থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের জন্য প্রথমে নির্দেশনা দেয়া হলেও পরবর্তীতে সংক্রমণ আরো বেড়ে যাওয়ায় কঠোর লকডাউনে ৩-৪ মাস বন্ধ ছিল ট্রেন চলাচল। এর আগের বছরও (২০২০ সালে) লকডাউনের কারণে ৪-৫ মাস ট্রেন চলাচল বন্ধ ছিল।

পূর্ববর্তী নিবন্ধওয়াকিটকির মামলায় সু চির চার বছরের জেল
পরবর্তী নিবন্ধক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাচ্ছে বিশ্ব খাদ্য সংস্থার সহায়তা