চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে নাসিমান ভবনস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্র ঘোষিত ১১ মার্চের মানববন্ধন কর্মসূচির প্রস্তুতি সভা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। সরকারের প্রতি জনগণের আস্থা নেই। কারণ বর্তমানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে জনগণ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। তাই আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে।
এতে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, এই সরকারকে হটাতে হলে রাজপথের আন্দোলন জোরদার করতে হবে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাহ উদ্দিন, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কর্নেল আজিম উল্লাহ বাহার, এড. আবু তাহের, জসিম উদ্দিন শিকদার, আজম খাঁন, ডা. খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, আবু আহমেদ হাসনাত, শাহীদুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন, ইউসুফ নিজামী, মোবারক হোসেন কাঞ্চন, আহসানুল কবির তালুকদার রিপন, দিদারুল আলম মিয়াজী, আজমত আলী বাহাদুর, আলমগীর ঠাকুর, গাজী নিজাম উদ্দিন, মহিউদ্দিন খান, জাহিদুল ইসলাম, নিজাম উদ্দিন কমিশনার, সালেহ আহমদ সলু, জহির আজম, মো. এজাহার মিয়া, ইফতেখার উদ্দিন খান, জাহেদ উদ্দিন বিপ্লব, ছৈয়দ মো. নাসির উদ্দিন, এইচ এম নুরুল হুদা, মো. শাহজান সাহিল, সুজাউদ্দৌলা সজীব, মো. রায়হান ও রাকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।