আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানালেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:৩২ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে বদলে গেছে দেশের দৃশ্যপট। তাদের এক দফার দাবির মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। টালমাটাল এক পরিস্থিতি শেষে কেউ হয়তো স্বস্তি খুঁজে পাচ্ছেন, আবারও অনেকের মধ্যেই কাজ করছে স্বজন কিংবা বন্ধু হারানোর বেদনা। সেই আবেগ ছুঁয়ে গেছে চন্ডিকা হাথুরুসিংহেকেও। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তান। হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে খেলা ছাড়াও উঠে এলো দেশের সামপ্রতিক প্রসঙ্গ। যেখানে আন্দোলনে নিহতদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি। বাংলাদেশের হেড কোচ বলেন, বাংলাদেশের গণ আন্দোলনে যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। খুবই কঠিন ছিল এটি। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটি অভূতপর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। এটি খুবই কঠিন ছিল। হ্যাঁ আমার জন্য ইমোশনাল ছিল। খেলাধুলা একটি দেশকে একত্রিত করে ফেলে। হতাশা থাকলেও দেশের ক্রিকেটে চোখ রাখেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তাই ক্রিকেটের মাধ্যমে দেশের মানুষকে খুশির জোয়ারে ভাসাতে আশাবাদী হাথুরু। তিনি বলেন জাতীয় দলের সামনে সুযোগ দেশের মানুষের মনমানসিকতা ভালো করার। আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের খুব সাহায্য হবে। সরকার পতনের দেশের সব সেক্টরেই বইছে পরিবর্তনের হাওয়া। ক্রিকেটও এর বাইরে নেই। শোনা যাচ্ছে, বিসিবি সভাপতি গতকাল আজ পদত্যাগ করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বিসিবিতে পরিবর্তন আসার বিষয়টি স্বাভাবিকভাবেই নিচ্ছেন হাথুরু। তিনি বলেন আমার কোনো ধারণা নেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডে কি চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন ভুল সিদ্ধান্ত : অসি অধিনায়ক অ্যালিসা হিলি
পরবর্তী নিবন্ধবিসিবি থেকে পদত্যাগ জালাল ইউনুসের সরিয়ে দেওয়া হবে পরিচালক ববিকেও