আন্দোলন নয়, বিএনপির উচিত নির্বাচনের মাধ্যমে আ. লীগকে মোকাবেলা করা

আনোয়ারায় ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২২ জানুয়ারি, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। কারণ আওয়ামী লীগ আন্দোলনকে ভয় পায় না। বিএনপির উচিত, নির্বাচনে এসে আওয়ামী লীগকে মোকাবেলা করা। আমরা বুঝি নির্বাচনে আসতে তাদের যত ভয়। কারণ জনগণ তো তাদের বিশ্বাস করে না। বিএনপির শাসনামলে দেশের কোনো উন্নয়ন হয়নি, তারা জনগণের টাকা হরিলুট করেছে। স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়।

তিনি বলেন, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণের স্বপ্ন পূরণ হয়েছে। আগামী পাঁচ বছর পর আনোয়ারাকে অনেকে চিনতে পারবে না। এখানে কী পরিমাণ উন্নয়ন হবে তা কল্পনার বাইরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় দেশে আজ এত এত উন্নয়ন।

গতকাল শনিবার দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী আরো বলেন, সন্তানদের শুধু বিদ্যালয়ে পাঠিয়ে আপনাদের দায়িত্ব শেষ নয়। আপনার সন্তান কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছে কিনা, কারো খারাপ সঙ্গ পাচ্ছে কিনা, ক্লাস ফাঁকি দিচ্ছে কিনা এই বিষয়গুলোর প্রতি আপনাদের নজর দিতে হবে। এ এলাকায় পানির সমস্যা রয়েছে। এটা কিভাবে সমাধান করা যায় এর একটা ব্যবস্থা করব। চাতরী ইউনিয়নের চেয়ারম্যান বলেছেন এখানে মাদকের সমস্যা রয়েছে। আমি আপনাদের এ মুহূর্তে প্রশাসন দিয়ে চাপ প্রয়োগ করব না। তবে অনুরোধ করব, আপনাদের ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে হলেও মাদক পরিহার করুন। আপনাদের দেখাদেখি আপনাদের ছেলেমেয়েরাও মাদকের নেশায় ধ্বংস হয়ে যাবে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি রঘুপতি সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলার আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মুমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহর কান্তি পাল, কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশুচন্দ্র দেবনাথ, সাবেক প্রধান শিক্ষক নীহারিন্দ্র বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের সাবকে প্রধান শিক্ষক এবং জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস-বিদ্যুতের দাম বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় চান ব্যবসায়ীরা
পরবর্তী নিবন্ধদেশি-বিদেশি ক্বারীর তিলওয়াতে মুগ্ধতা